প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০২ ডিসেম্বর, ২০২২

আর্জেন্টিনায় প্রথম এমপক্স রোগীর মৃত্যু

আর্জেন্টিনায় প্রথমবারের মতো এমপক্স রোগীর মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে। কয়েক দিন ধরে তিনি ভাইরাসটিতে ভুগছিলেন। দেশটির রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন ওই রোগী। মঙ্গলবার (২৯ নভেম্বর) আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, ৪৪ বছর বয়সি ওই ব্যক্তি বুয়েন্স আয়ার্সপ্রদেশের বাসিন্দা। এর আগে তার এইচআইভি শনাক্ত হয়।

প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যু রেজিস্ট্রেশন করা হয় ২২ নভেম্বর। তা ছাড়া হার্পিস এবং নিউমোনিয়াসহ বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন তিনি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আর্জেন্টিনায় এখন পর্যন্ত ৮৯৫ জন এমপক্স রোগী শনাক্ত হয়েছে। অধিকাংশ রোগীই বুয়েন্স আয়ার্স সিটির বাসিন্দা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close