প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ নভেম্বর, ২০২২

এরদোয়ানের ঘোষণা

দামেস্কের সঙ্গে সম্পর্ক চায় আঙ্কারা

দামেস্কের সঙ্গে আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তিনি রবিবার (২৭ নভেম্বর) আঙ্কারায় এক বক্তব্যে বলেন, মিসরের সঙ্গে যেভাবে তুরস্কের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, একইভাবে সিরিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একইপথে হাঁটবে তুরস্ক।

কায়রোর সঙ্গে আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া চলছে, তার অংশ হিসেবে গত ২০ নভেম্বর দোহায় বিশ্বকাপ ফুটবলের অবকাশে মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাক্ষাৎ করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ২০১৩ সালে আল-সিসি মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত ও তার সমর্থকদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমন অভিযান চালানোর পর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল তুরস্ক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close