প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ নভেম্বর, ২০২২

অপরাধ বাড়ছে দক্ষিণ আফ্রিকায়

খুন, হত্যাচেষ্টা, অপহরণ, ছিনতাই, ধর্ষণ নারীর প্রতি সহিংসতাসহ সব ধরনের অপরাধ আশঙ্কাজনক হারে বাড়ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে ধনী দেশ দক্ষিণ আফ্রিকায়। গত ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়সীমার মধ্যে দেশজুড়ে শুধু হত্যার শিকার লোকজনের সংখ্যাই ৭ হাজারের বেশি।

গত বছর, ২০২১ সালেও এই সময়সীমার মধ্যে খুন হয়েছিলেন ৬ হাজার ১৬৩ জন মানুষ। তবে মাত্র এক বছরের মধ্যে এই সংখ্যা ছাড়িয়েছে ১ হাজারেরও বেশি। দক্ষিণ আফ্রিকা সরকারের পুলিশ বিষয়ক মন্ত্রণালয়ের পার্লামেন্টারি কমিটি চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ স্টেশনে রেকর্ডভুক্ত বিভিন্ন অপরাধের তালিকা প্রকাশ করেছে বুধবার। সেই তালিকা পর্যালোচনা করে জানা গেছে চলতি বছরের এই তিন মাসে দেশটিতে নিহত হয়েছেন ৭ হাজার মানুষের মধ্যে প্রায় ১ হাজার জন নারী আছেন। এছাড়া ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৩ হাজারেরও অধিক সংখ্যক নারী এবং হত্যাচেষ্টার শিকার হয়েছেন ১ হাজার ২৭৭ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close