প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ নভেম্বর, ২০২২

অযথা অর্থ খরচ না করার পরামর্শ বেজোসের

মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ধনকুবের জেফ বেজোস সতর্ক করেছেন, সামনে অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। এ কারণে মার্কিনিদের আসন্ন উৎসবগুলোতে অযথা অর্থ খরচ না করার পরামর্শ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে একটি সাক্ষাৎকারে এমন পরামর্শ দিয়েছেন বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি বেজোস। তিনি সাধারণ মানুষকে হাতে টাকা রাখতে এবং অপ্রয়োজনীয় জিনিসে অর্থ খরচ না করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এরই মধ্যে মন্দায় প্রবেশ করায় নতুন গাড়ি, বড় পর্দার টিভি এবং রেফ্রিজারেটর কেনার আগে ভাবতে অনুরোধ করেছেন।

বেজোস বলেছেন, ‘টেবিল থেকে কিছু ঝুঁকি কমিয়ে ফেলুন। হাতে কিছু নগদ অর্থ রাখুন। যদি আমরা আরো অর্থনৈতিক সমস্যায় পড়ি সে ক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছুটা হিসাব-নিকাশ করে চলতে হবে।’

একসময়ের বিশ্বের শীর্ষ ধনী বেজোস আরো বলেছেন, ‘যদি আপনি বড় পর্দার একটি টিভি কেনার চিন্তা করে থাকেন, আপনারা হয়তো অপেক্ষা করতে চাইবেন, টাকা হাতে রাখুন, দেখুন কী হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close