প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ অক্টোবর, ২০২২

পদত্যাগ করলেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট

সহিংসতা এড়াতে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট পল-হেনরি দামিবা পদত্যাগ করেছেন। প্রস্তাবিত শর্তসাপেক্ষ এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির স্বঘোষিত সামরিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওর। বুরকিনা ফাসোর ধর্মীয় নেতাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

একটি সংবাদ সম্মেলনে ঘোষিত চুক্তি অনুসারে, সাতটি শর্তে এ পদত্যাগপত্র গ্রহণ করতে রাজি হয়েছেন ত্রাওর। যেগুলোর মধ্যে রয়েছে দামিবার নিরাপত্তা নিশ্চিত করা এবং তাকে সমর্থনকারী সেনাদের নিরাপত্তা এবং সাংবিধানিক শাসনে ফিরে যাওয়ার জন্য পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লকের প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখানো।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে দামিবার কোনো মন্তব্য পাওয়া যায়নি বা তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close