প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ সেপ্টেম্বর, ২০২২

চীনকে তাক করে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েন

চীনকে তাক করে থাড (টার্মিনাল হাই অল্টিট্যুড এরিয়া ডিফেন্স) মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা ক্ষেপণাস্ত্রগুলোকে একটি মাত্র জায়গায় কেন্দ্রীভূত করে না রেখে সেগুলোকে দ্বীপটির পৃথক পৃথক জায়গায় মোতায়েন করতে চায় দেশটি। সম্ভাব্য চীন– যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হলে যেন তা প্রয়োজনমতো ব্যবহার করা যায় সেই লক্ষ্যেই ক্ষেপণাস্ত্রগুলোকে নতুন জায়গায় স্থাপন করা হবে।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরে অবস্থিত গুয়াম দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম কৌশলগত একটি সামরিক ঘাঁটি। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী, নৌবাহিনী, মেরিন কর্পসের কার্যালয় রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close