প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ আগস্ট, ২০২২

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১১

মেক্সিকোর একটি কারাগারে গ্যাং সহিংসতার জেরে প্রাণ গেছে কমপক্ষে ১১ জনের। শুক্রবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। খবর এএফপির।

কর্তৃপক্ষ জানিয়েছে, হুয়ারেজ শহরের একটি কারাগারে হয় সংঘর্ষের সূত্রপাত। বৃহস্পতিবার দুর্ধর্ষ মাদক সম্রাট এল চাপ্পোর সিনাগোলা কার্টেলের সদস্যদের সঙ্গে দাঙ্গায় জড়ায়, স্থানীয় লস মেক্সিকেলস গ্রুপের মধ্যে সদস্যরা। সংঘাত ছড়িয়ে পড়ে কারাগারের বাইরেও। দুই পক্ষের সন্ত্রাসীরা এসে গোলাগুলি শুরু করে কাছাকাছি কয়েকটি ভবনে। হয় হতাহতের ঘটনা।

পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এদের মধ্যে চারজন একটি রেডিও স্টেশনের কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীও। আটক করা হয় বেশ কয়েকজনকে। তবে সংঘর্ষের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close