প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ আগস্ট, ২০২২

বোমা হামলায় তালেবান শীর্ষ নেতা হাক্কানি নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন প্রভাবশালী তালেবান নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তালেবান এক বিবৃতিতে জানায়, ইসলামিক একটি সেমিনার চলার সময় ধর্মীয় নেতার সঙ্গে কোলাকুলি করেন এক ব্যক্তি। এ সময় নিজের কৃত্রিম পায়ের ভেতর লুকানো বোমার বিস্ফোরণ ঘটান।

এরই মধ্যে জঙ্গি সংগঠন আইএস হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি আগেও দুবার তালেবান এই নেতাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

রহিমুল্লাহ তালেবান সরকারের জোরালো সমর্থক। ধর্মীয় নীতিমালা অনুসরণ করে কীভাবে আফগানিস্তানে নারী শিক্ষার উন্নয়ন ঘটানো যায়- সেই লক্ষ্যেও কাজ করছিলেন তিনি। একই সঙ্গে তিনি আইএসের কট্টর সমালোচক ছিলেন।

উল্লেখ্য, আফগানিস্তানে একবছর পূর্ণ হতে যাচ্ছে তালেবান শাসনের। এই সময়ের মধ্যে হত্যাকাণ্ডের শিকার নেতাদের মধ্যে শীর্ষস্থানীয় রহিমুল্লাহ হাক্কানি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close