প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ আগস্ট, ২০২২

শ্রীলঙ্কায় ৫০ পেট্রলপাম্প খুলবে ভারত

ভারতের লঙ্কা ইন্ডিয়ান অয়েল করপোরেশনকে (এলআইওসি) ৫০টি নতুন পেট্রলপাম্প খোলার অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় চলমান তীব্র জ্বালানি সংকট হ্রাস করার চেষ্টার অংশ হিসেবে এ অনুমোদন দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। বিদেশি মুদ্রার অভাবে খাদ্য, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না দেশটি। যে দুটি কোম্পানি শ্রীলঙ্কায় জ্বালানি সরবরাহে আধিপত্য বিস্তার করে আছে, তার একটি এলআইওসি। ইতোমধ্যে দ্বীপ দেশটিতে এলআইওসি ২১৬টি পেট্রলপাম্প আছে আর নতুন পাম্পগুলো স্থাপনে তারা আরো ২০০ কোটি রুপি (৫৫ লাখ ডলার) বিনিয়োগ করবে বলে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মনোজ গুপ্তা রয়টার্সকে জানিয়েছেন। এলআইওসি ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশনের অধীনস্ত এবং কলম্বো স্টক এক্সচেঞ্জে তালিকভুক্ত একটি প্রতিষ্ঠান। খুচরা জ্বালানি বিক্রির আওতা সম্প্রসারণ করার পাশাপাশি এলআইওসি ডিসেম্বরে স্বাক্ষরিত এক সমঝোতার আওতায় শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় বন্দর ত্রিনকোমালির কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি স্টোরেজ ফ্যাসালিটির ৭৫টি অয়েল ট্যাংকের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে। শ্রীলঙ্কার বৃহত্তম খুচরা জ্বালানি বিক্রেতা রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম করপোরেশন (সিপিসি) দেশজুড়ে ১১৯০টি পেট্রলপাম্প পরিচালনা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close