প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ আগস্ট, ২০২২

যুদ্ধের কারণে খাদ্যঝুঁকিতে বিশ্বের ৪ কোটি মানুষ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে বিশ্বজুড়ে চরম খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। এতে বিশ্বের ৪ কোটি মানুষ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে। তবে এ সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকার সাব সাহারা অঞ্চল। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লিন্ডা টমাস-গ্রিনফিল্ড এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্র জি-৭ শীর্ষ সম্মেলনে খাদ্য নিরাপত্তার জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার সুরক্ষিত করেছে, যার মধ্যে দেশটির দুই দশমিক ৭৬ বিলিয়ন ডলারের অবদান রয়েছে।

লিন্ডা টমাস বলেন, আফ্রিকায় নতুন মানবিক উন্নয়ন সহায়তায় যুক্তরাষ্ট্রের আরও ১৫ কোটি ডলার অবদান রাখার পরিকল্পনাও রয়েছে, যা কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায়।

এদিকে আফ্রিকার দেশগুলো ইউরোপের সংঘাতে কারও পক্ষে অবস্থান নিচ্ছে না। তাছাড়া ইউরোপের সঙ্গে কোনো নিষেধাজ্ঞায় যোগ দেয়নি।

স্নায়ু যুদ্ধের পুনরাবৃত্তি এড়াতে আফ্রিকা কারও পক্ষ নিচ্ছে না তবে তাদের মূল ফ্যাক্ট বুঝতে হবে বলেও জানান মার্কিন এই কূটনীতিক।

এদিকে শুক্রবার এক দিনে তিনটি শস্যবাহী জাহাজ ইউক্রেন ছেড়েছে। ইউক্রেনে আটকা থাকা খাদ্যশস্য রপ্তানি শুরুর প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। সারা বিশ্বে জুলাই মাসে খাদ্যদ্রব্যের দাম কমেছে। এর আগে গত মার্চ মাসে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে এর পর থেকে খাদ্যদ্রব্যের দাম ধারাবাহিকভাবে কমে এসেছে।

এফএও যে সূচক প্রকাশ করেছে, তাতে গত মাসে খাদ্যদ্রব্যের দাম কিছুটা কমতে দেখা গেছে। এতে দেখা গেছে, জুলাই মাসে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় দামের সূচক ছিল ১৪০ দশমিক ৯ পয়েন্ট, যা জুনে ছিল ১৫৪ দশমিক ৩ পয়েন্ট। মার্চ মাসে এ সূচক ঠেকেছিল ১৫৮ দশমিক ৫ পয়েন্টে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close