প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ আগস্ট, ২০২২

ফিলিস্তিনি হত্যার জবাবে ইসরায়েলে ১০০ রকেট হামলা

অবরুদ্ধ গাজা উপত্যকার আবাসিক ভবনে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে শতাধিক রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামি জিহাদ আন্দোলন।

ইসরায়েলি হামলায় জিহাদ আন্দোলনের সিনিয়র কমান্ডার তাইসির আল জাবারিসহ অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হওয়ার পর পাল্টা হামলা চালালেন প্রতিরোধ আন্দোলনকারীরা। খবর আলজাজিরার।

ফিলিস্তিনের এ সংগঠনটি শুক্রবার রাতে তাদের পাল্টা হামলা সম্পর্কে বলেছে, এটি কেবল ‘তাৎক্ষণিক প্রতিক্রিয়া’।

সংগঠনটির সামরিক শাখা আল-কুদস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, সিনিয়র কমান্ডার তাইসির আল-জাবারিকে হত্যার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল-কুদস ব্রিগেড ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ দেশটির মধ্যাঞ্চলীয় বিভিন্ন শহর এবং গাজাসংলগ্ন এলাকাগুলোতে শতাধিক রকেট নিক্ষেপ করেছে।

ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শুক্রবারের আগ্রাসনের পর ইহুদিবাদী ইসরায়েলকে ‘অবিরাম’ সংঘাতের মুখোমুখি হতে হবে।

এবারের হামলার পর ইসরায়েলের সঙ্গে আর কোনো যুদ্ধবিরতি হবে না। এবারের সংগ্রামে সব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে এক পতাকাতলে শামিল হওয়ার আহ্বান জানান জিয়াদ আন-নাখালা। এ ছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরায়েল যে অপরাধযজ্ঞ চালিয়েছে, এজন্য তাদের মূল্য দিতে হবে।

গত মে মাসে ইসরায়েল গাজায় আগ্রাসন চালালে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ৪ হাজার রকেট নিক্ষেপ করেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close