প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৫ আগস্ট, ২০২২

যুদ্ধ বন্ধে চীনের সহযোগিতা চাইলেন জেলেনস্কি

ইউক্রেনে যুদ্ধ বন্ধে সহায়তার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি আলোচনার আগ্রহের কথা জানান জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার ওপর বেইজিংয়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ব্যবহারেরও আহ্বান জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, চীন খুব শক্তিশালী একটি রাষ্ট্র। এটি একটি শক্তিশালী অর্থনীতির দেশ। তাই তারা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে রাশিয়াকে প্রভাবিত করতে পারে। এ ছাড়া দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close