প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ আগস্ট, ২০২২

মমতার মন্ত্রিসভায় রদবদল

নতুন ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ

মন্ত্রিসভায় রদবদল আনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৩ আগস্ট) বিকালে রাজভবনে গভর্নর লা গণেশনের কাছে নতুন ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

যে আটজন শপথ নিয়েছেন, তারা হলেন উদয়ন গুহ, তাজমুল হোসেন, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী ও সত্যজিৎ বর্মণ। এর মধ্যে বিপ্লব, তাজমুল ও সত্যজিত প্রতিমন্ত্রী; বাকিরা পূর্ণমন্ত্রী।

নতুন ৮ জনকে নেওয়ার পাশাপাশি মমতা প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদারকে বাড়তি দায়িত্বও দিয়েছেন। সোমবার মমতা মন্ত্রিসভায় রদবদলের খবর নিশ্চিত করেছিলেন। বলেছিলেন, চার-পাঁচজন বাদ পড়বে, নতুন কয়েকজন আসবেন।

গত বছরের ৪ নভেম্বর মমতার মন্ত্রিসভার সদস্য সুব্রত মুখোপাধ্যায় এবং এ বছরের ফেব্রুয়ারিতে আরেক সদস্য সাধন পা-ে মারা যান। আর জুলাইয়ের শেষদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার করে। এরপর পার্থকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেন মমতা। তার পর থেকেই মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন শুরু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close