প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ জুলাই, ২০২২

‘এশিয়ান ন্যাটো’ নিয়ে সতর্ক করল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে এশিয়ার দুই দেশের সমঝোতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে উত্তর কোরিয়া। দেশটি বলছে, দক্ষিণ কোরিয়া ও জাপান ওয়াশিংটনের সঙ্গে যে চুক্তিতে উপনীত হয়েছে সেটি আসলে ‘এশিয়ান ন্যাটো’ গঠনের মার্কিন পরিকল্পনাকে বাস্তব রূপ দিয়েছে। খবর রয়টার্সের।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার হুমকি’ সম্পর্কে যুক্তরাষ্ট্রের গুজব ছড়ানোর একটি উদ্দেশ্য রয়েছে। তাদের আসল উদ্দেশ্য হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক আধিপত্য অর্জনের জন্য একটি অজুহাত দাঁড় করানো মাত্র।

এর আগে গত সপ্তাহে ন্যাটো শীর্ষ সম্মেলনের সাইডলাইনে মিলিত হন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতারা। এ সময় উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘বর্ধিত প্রতিরোধ’ আরো জোরালো করার উপায় খুঁজে বের করার বিষয়ে একমত হন দেশগুলোর নেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close