প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ জুন, ২০২২

ইউক্রেনে সমরাস্ত্র সরবরাহ যত দিন প্রয়োজন তত দিন

যত দিন পর্যন্ত প্রয়োজন হয় তত দিন ইউক্রেনে সমরাস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে ন্যাটো মিত্ররা। মাদ্রিদে ন্যাটো সম্মেলনের দ্বিতীয় দিনে এমন মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। গত বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ওলাফ শলৎস বলেন, এটা ইতিবাচক যে, বিভিন্ন দেশ এখানে জড়ো হয়েছে। কিন্তু অনেক দেশও ইউক্রেনের আত্মরক্ষায় অবদান রাখতে পারে। শুধু আর্থিক ও মানবিক সহায়তা নয়, বরং জরুরি প্রয়োজনে অস্ত্র সরবরাহের মাধ্যমেও এটি করা যেতে পারে।

জার্মান চ্যান্সেলর বলেন, ইউক্রেনকে তার আত্মরক্ষার জন্য সক্ষম করতে তুলতে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন ততক্ষণ পর্যন্ত আমরা দেশটিকে সহায়তা দেওয়া অব্যাহত রাখব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close