প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ জুন, ২০২২

ন্যাটোর বৈঠকে রাশিয়া ও চীন নিয়ে আলোচনা

ন্যাটোর বৈঠকে এবার প্রধান আলোচ্য বিষয় হলো- রাশিয়া ও চীন। রাশিয়ার ইউক্রেন আক্রমণ এবং সেই পরিপ্রেক্ষিতে ন্যাটো এখন কী ব্যবস্থা নিতে পারে, সেই বিষয়ে বৈঠকে আলোচনা হবে। সেইসঙ্গে চীনকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বৈঠকে চীনের ক্রমবর্ধমান আন্তর্জাতিক উচ্চাকাক্সক্ষা নিয়েও কথা হবে। সেজন্যই এশিয়া এবং ওশিয়ানিয়ার দেশগুলোকে নিজেদের বক্তব্য পেশ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ন্যাটোর সেক্রেটারি জেনারেল স্টলটেনবার্গ বলেছেন, ‘ইউক্রেনকে সমর্থন করে যাওয়া জরুরি। কারণ ইউক্রেন বর্বরোচিত আক্রমণের মুখে পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে এই বর্বরতা আমরা দেখিনি।’ আশা করা হচ্ছে, সদস্য দেশগুলো পূর্ব ইউরোপে ও বাল্টিক দেশগুলোতে অস্ত্রশস্ত্র মজুদ করে রাখা নিয়ে মতৈক্যে পৌঁছাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close