প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ জুন, ২০২২

সাইকেল থেকে চিতপটাং বাইডেন

সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এতে বাইডেন আহত হননি, সুস্থ আছেন। আর সাইকেল থেকে পড়ার দিনই পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে দিন কাটিয়েছেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। গত শনিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

এএফপির খবরে বলা হয়েছে, সপ্তাহান্তে ছুটির মেজাজে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গত শনিবার স্ত্রী জিল বাইডেনের সঙ্গে ডেলাওয়্যারের নিজের বাড়ির কাছেই একটি সমুদ্রসৈকতের পাশে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। আর সেই সাইকেল চালানোর শেষেই ঘটল বিপত্তি। হঠাৎ পড়ে যান তিনি।

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে রেহোবোত সমুদ্রসৈকতের কাছেই সাইকেল চালাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সে সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের সঙ্গে কথা বলার জন্য থামেন বাইডেন। সেই সময় তিনি হঠাৎ পড়ে যান। সেখানে সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন এবং সাংবাদিক। এ সময় ৭৯ বছর বয়সি নেতা সাইকেল থেকে পড়ে গিয়েই সঙ্গে সঙ্গে বলেন, ‘আমি ঠিক আছি।’ এদিকে মার্কিন প্রেসিডেন্টের সাইকেল থেকে পড়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close