প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ জুন, ২০২২

নিখোঁজ দুই মার্কিন নাগরিকের রুশ টিভিতে ভিডিও প্রকাশ

ইউক্রেনীয় সেনাবাহিনীর হয়ে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গত সপ্তাহে নিখোঁজ হন সাবেক দুই মার্কিন সেনা। পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এরই মধ্যে শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল আরটিতে প্রচারিত এক ভিডিওতে ওই দুই ব্যক্তিকে দেখা গেছে। তারা দুজন রুশ বাহিনীর হাতে আটক আছেন বলে দাবি করা হয়েছে। খবর এএফপির।

ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরুর পর অনেক বিদেশি নাগরিক স্বেচ্ছায় ইউক্রেনীয় সেনাদের সঙ্গে যুদ্ধে যোগ দেন। আলেক্সান্ডার ড্রুক এবং অ্যান্ডি হুয়েন যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে গিয়েছিলেন। তারা দুজনই সাবেক মার্কিন সেনা।

ইউক্রেনে যুদ্ধ করার সময় গত সপ্তাহে নিখোঁজ হন মার্কিন নাগরিক আলেক্সান্ডার ড্রুক এবং অ্যান্ডি হুয়েন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, মার্কিন সেনা কর্মকর্তা আলেক্সান্ডার ড্রুক ও অ্যান্ডি হুয়েনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাননি তিনি।

গতকাল সন্ধ্যায় রুশ সাংবাদিক রোমান কোসারেভ টেলিগ্রামে ড্রুকের একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে ড্রুককে বলতে শোনা যায় ‘মা, আমি শুধু জানাতে চাই যে আমি বেঁচে আছি। যত দ্রুত সম্ভব বাড়ি ফিরব।’

ভিডিও দেখে মনে হচ্ছে ড্রুক একটি অফিসে বসে আছেন, তার পরনে সামরিক পোশাক।

আরটির টেলিগ্রাম চ্যানেলেও হুয়েনের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনের খারকিভ এলাকায় রুশ সেনাদের সঙ্গে লড়াই করছিলেন তারা দুজন। তবে যুদ্ধের একপর্যায়ে পিছু হটেন এবং কয়েক ঘণ্টা লুকিয়ে থাকেন তারা। পরে রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করেন তারা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গতকাল শনিবার বলেছে, ‘মার্কিন কর্তৃপক্ষ ভিডিও এবং ছবিগুলো দেখেছে। তিনি বলেন, ‘আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ কঠিন সময়ে তাদের পরিবারের প্রতি মর্মবেদনা বোধ করছি।’

গত বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্রুকের মা লইস বলেন, এক মাস আগে তার সঙ্গে আলাপ করেই ইউক্রেনে যান তার ছেলে। ‘আমি সবাইকে জানাতে চাই যে, ওরা একজন আরেকজনকে রেখে বাড়িতে ফিরে আসুক, তা আমরা চাই না। তারা খুব ভালো বন্ধু। আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই যে, শুধু একজনের বিষয় নয় এটি।’

হুয়েনের বাগদত্তা জয় ব্ল্যাক ওই একই সাক্ষাৎকারে বলেন, সবশেষ ৮ জুন হুয়েনের সঙ্গে কথা হয়েছে তা।

কান্নাভেজা চোখে জয় ব্লেক আরো বলেন, ‘ও বলেছিল আমাকে খুব ভালোবাসে। দুই বা তিন দিন তাকে ফোনে পাওয়া যাবে না। আমাকে দুশ্চিন্তায় না ফেলার চেষ্টা করছিল সে। আমি শুধু দেখতে চাই, সে নিরাপদে ফিরে এসেছে।’

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন চলার সময় মার্কিন নাগরিকদের প্রতি ইউক্রেনে না যাওয়ার আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, ‘মার্কিন নাগরিকদের এখন ইউক্রেনে যাওয়া উচিত নয়। আমি আবারও বলছি, মার্কিন নাগরিকদের ইউক্রেনে যাওয়া উচিত নয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close