প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ মে, ২০২২

তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ : বাইডেন

তাইওয়ান ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীন হামলা করে বসলে তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেনের এমন মন্তব্যে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

জাপানে সফরের দ্বিতীয় দিন গতকাল সোমবার তাইওয়ান প্রসঙ্গে এসব কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, স্ব-শাসিত দ্বীপটি রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করা থাকে চীন। তবে তাইওয়ানকে দশকের পর দশক ধরে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে তাইপে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চীনের তাইওয়ানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে তা যথাযথ হবে না... বরং এটি সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এবং ইউক্রেনে যা ঘটেছে, এখানেও তাই হবে।’ কোয়াড সম্মেলনকে কেন্দ্র করে জাপানে অবস্থান করছেন বাইডেন। দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বাইডনের এমন মন্তব্যে ক্ষুব্ধ করে তুলতে পারে বেইজিংকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close