প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২২ মে, ২০২২

মসজিদের পক্ষে টুইট

দিল্লিতে হিন্দু অধ্যাপক গ্রেপ্তার

জ্ঞানবাপি মসজিদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উত্তর দিল্লির সাইবার পুলিশ তাকে গ্রেফতার করে।

ওই শিক্ষকের নাম রতন লাল। তিনি হিন্দু কলেজের ইতিহাসের শিক্ষক। তিনি ‘আম্বেদকারনামা’ নামে একটি সংবাদমাধ্যমে প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। খবর এনডিটিভির।

রতন লাল বারানসির জ্ঞানবাপি মসজিদ প্রাঙ্গণে শিবলিঙ্গ পাওয়া নিয়ে সমালোচনা করে টুইট করেছিলেন। গত ১৭ মে ভিনিত জিন্দাল নামে একজন আইনজীবী রতন লালের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরে সেটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। মামলায় অভিযোগ করা হয়, শিক্ষক রতন লাল ‘শিবলিঙ্গ নিয়ে অবমাননাকর ও উসকানিমূলক’ টুইট করেছেন। ইস্যুটি খুবই স্পর্শকাতর। আদালত এটি পর্যবেক্ষণ করবেন বলে আশা করি।

মামলার পর রতন লাল আরেক পোস্টে লিখেন, ‘ভারতে আপনারা যদি কোনো কিছু নিয়ে কথা বলেন, তাহলে কোনো একজনের কিংবা অন্যদের অনুভূতিতে আঘাত লাগে। তবে আমি একজন ইতিহাসবিদ। কোনো কিছু লেখার ব্যাপারে আমার কিছু পর্যবেক্ষণ থাকে। সতর্ক ভাষা ব্যবহার করে আমি লিখেছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close