প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ মে, ২০২২

নদী পার হতে গিয়ে ‘ফাঁদে’ রুশ বাহিনী

ইউক্রেনের দোনবাস এলাকায় ভারি অস্ত্রশস্ত্রসহ বিশাল বহর নিয়ে সিভারস্কি দোনেৎস নদী পার হতে যাচ্ছিল রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় সেনারা সফলভাবে ওই নদী পারাপার আটকে দেয় বলে বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। ইউক্রেনীয় ইনফরমেশন সার্ভিস ইনফরমনাপালম জানায়, গত আট মে সৈন্যদের দুটি দল, ট্যাংক, যুদ্ধ যান এবং সাঁজোয়া যানসহ রুশ বাহিনীর অন্তত ৩০টি ইউনিট ওই নদী পার হওয়ার চেষ্টা শুরু করে।

বিবিসি জানায়, রুশ বাহিনী যখন নদী পার হতে শুরু করে, তখন ইউক্রেনীয় বাহিনী পানির ওপরের ভাসমান ব্রিজটি ধ্বংস করে। ফলে রুশ বাহিনী ফাঁদে আটকা পড়ে বলে ইনফরমনাপালম জানিয়েছে।

ইনফরমনাপালম আরও জানায়, এতে রুশ বাহিনীর ব্যাপক ক্ষতি হয়। অনেক রুশ সেনা সাঁতরে তীরে যাওয়ার চেষ্টা করেন। তবে ইউক্রেনীয় সেনারা তাৎক্ষণিকভাবে তাদের ওপর গুলি চালিয়েছে বলেও জানিয়েছে ইনফরমনাপালম।

ইনফরমনাপালম জানায়, এ সময় ভাসমান ব্রিজ পার হতে যাওয়া রুশ বাহিনীর একটি ট্যাংকে গুলি করা হলে সেটি উল্টে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close