প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ মে, ২০২২

জেলনস্কির দাবি

রাশিয়ার কৌশলগত পরাজয় স্পষ্ট

প্রতিবেশী দেশে আগ্রাসন চালিয়ে রাশিয়া একটি কৌশলগত পরাজয়ের মুখে পড়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া রাত্রিকালীন বক্তৃতায় তিনি বলেন, ‘ইতোমধ্যেই বিশ্বের প্রত্যেকের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রাশিয়ার এটা স্বীকার করার সাহস নেই।’

রাশিয়ার সেনাদের ‘কাপুরুষ’ আখ্যায়িত করে তারা ‘ক্ষেপণাস্ত্র, বিমান ও কামান হামলার পেছনে লুকানোর চেষ্টা করছে’ বলে মন্তব্য করেন তিনি।

বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক নার্স দিবসে দেওয়া এ ভাষণে ইউক্রেনীয় সেনাদের জীবন রক্ষা করার জন্য নার্স ও প্যারামেডিকসদের ধন্যবাদ জানান তিনি। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার বাহিনীগুলো হাসপাতালসহ ৫৭০টি স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্লে মিশেল জাপান সফরে গিয়ে বলেছেন, বিশ্ব নিরাপত্তা হুমকির মুখে। গত শুক্রবার সকালে জাপানের হিরোশিমা শহর পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি, জানিয়েছে বিবিসি। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের যে দুটি শহর যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় ধ্বংস্তূপে পরিণত হয়েছিল হিরোশিমা তার অন্যতম। বিশ্বের প্রথম পরমাণবিক বোমা হামলার শিকার হয়েছিল শহরটি।

হিরোশিমা মেমোরিয়াল পরিদর্শনকালে মিশেল বলেন, ‘পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র রাশিয়া সার্বভৌশ দেশ ইউক্রেইনে হামলা চালাচ্ছে, পাশাপাশি পারমাণবিক অস্ত্র ব্যবহারের লজ্জাজনক ও অগ্রহণযোগ্য হুমকিও দিচ্ছে তারা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close