প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ মে, ২০২২

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিঙ্গাপুরে নিষিদ্ধ

মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে হিন্দু গণহত্যা নিয়ে বিতর্কিত একটি ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর। ‘বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টির সম্ভাবনা’ নিয়ে উদ্বেগ থেকে চলচ্চিত্রটি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে তারা। খবর রয়টার্সের।

‘দ্য কাশ্মীর ফাইলস’ নামের ওই চলচ্চিত্রটি ভারতের প্রধানমন্ত্রী ও তার ডানপন্থি হিন্দু জাতীয়তাবাদী অনুসারীদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হওয়ার পাশাপাশি ব্যবসায়িকভাবেও সফল হয়েছে। তবে সমালোচকদের ভাষ্য, চলচ্চিত্রটিতে বাস্তব ঘটনা বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে এবং এটি মুসলিমবিদ্বেষী মনোভাব উসকে দিচ্ছে। বিবৃতিতে সিঙ্গাপুরের সরকার জানায়, “চলচ্চিত্রটিতে মুসলিমদের একতরফাভাবে চিত্রায়িত করায় ও উস্কানিমূলক হওয়ায় এবং কাশ্মীরে চলমান সংঘাতে হিন্দুরা নির্যাতিত হচ্ছে এমন বর্ণনা থাকায় শ্রেণিবিভাগ অনুযায়ীই ফিল্মটিকে প্রত্যাখ্যান করা হচ্ছে। এই ধরনের উপস্থাপনা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি এবং আমাদের বহুজাতি ও বহু-ধর্ম সমন্বয়ে গঠিত সমাজের সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতি ব্যাহত হওয়ার সম্ভাব্য কারণ হতে পারে।’’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close