প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ মে, ২০২২

পশ্চিমতীরে দুই ফিলিস্তিনি নিহত

পশ্চিমতীরে নিরাপত্তাবেষ্টনীর কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা পর পশ্চিমতীরের তেকোয়া এলাকায় এক ইসরায়েলি নাগরিকের গুলিতে ছুরিধারী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ওই কিশোর একটি ইহুদি বসতিতে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার পশ্চিমতীরে আলাদা এ দুটি ঘটনায় দুজন ফিলিস্তিনি নিহত হলেন। খবর রয়টার্সের।

ইলাদ শহরে তিন ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনিকে আটক করার কয়েক ঘণ্টার মাথায় নতুন করে হত্যার ঘটনা ঘটল।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তুলকারিম এলাকায় সেনারা দেখতে পান, এক সন্দেহভাজন অবৈধভাবে পশ্চিমতীরের নিরাপত্তাবেষ্টনী টপকানোর চেষ্টা করছেন। পরে তাকে গুলি করে ইসরায়েলি বাহিনী।

সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, সন্দেহভাজনকে থামাতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাজা গুলি ব্যবহার করা হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই ব্যক্তি মারা গেছেন।

এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, পশ্চিম তীরের তেকোয়া বসতিতে অনুপ্রবেশের চেষ্টার সময় ছুরিধারী এক ফিলিস্তিনিকে গুলি করেন এক ইসরায়েলি বেসামরিক নাগরিক। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ১৭ বছর বয়সী ওই ফিলিস্তিনি কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

গতকাল ইসরায়েলি পুলিশ বলেছে, জেরুজালেমের ওল্ড সিটির কাছে তাদের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছেন এক ফিলিস্তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close