প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ মে, ২০২২

২৬ বারের মতো এভারেস্ট চূড়ায়

২৬ বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করে নতুন বিশ্বরেকর্ড করেছেন নেপালি শেরপা কামি রিতা। এর মধ্য দিয়ে গত বছর করা নিজেরই রেকর্ড ভেঙেছেন তিনি। খবর বিবিসি ও রয়টার্সের।

এভারেস্টের দক্ষিণ-পূর্ব শৈলশিরা পথ ধরে গত শনিবার ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার পর্বতটির চূড়ায় পৌঁছান কামি রিতা শেরপা। এই একই পথ ধরে ১৯৫৩ সালে প্রথমবারের মতো এভারেস্টে মানুষের পদচিহ্ন এঁকেছিলেন নিউজিল্যান্ডের স্যার এডমুন্ড হিলারি ও নেপালি শেরপা তেনজিং পর্বতারোহণের অনুমতি দেওয়ায় এবং বেশ কয়েক নোরগে। শনিবার ৫২ বছর বয়সি কামি রিতার আরোহীর মৃত্যু হওয়ায় বেশ সমালোচনার মুখে নেতৃত্বে আরো ১০ জন শেরপা এভারেস্ট জয় পড়েছিল হিমালয়ের দেশটি। চলতি বছর করেছেন। জনসমাগমের মৌসুমে (মে মাস পর্যন্ত) ৩১৬ জনকে নেপালের রাজধানী কাঠমান্ডুর পর্যটন বিভাগের এভারেস্টে আরোহণের অনুমতি দিয়েছে নেপাল। মহাপরিচালক তারানাথ অধিকারী বলেন, ‘কামি গত বছর এ সংখ্যা ৪০৮ ছিল, যা এ পর্যন্ত সর্বোচ্চ। রিতা নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন এবং হিমালয়ান ডেটাবেইজের তথ্য অনুসারে, ১৯৫৩ পর্বতারোহণে নতুন একটি বিশ্ব রেকর্ড করেছেন।’ সাল থেকে এ পর্যন্ত ১০ হাজার ৬৫৭ বার কামি রিতার স্ত্রী জাংমু বলেন, তিনি তার স্বামীর এভারেস্টের চূড়ায় উঠেছেন মানুষ। অনেকেই বেশ অর্জনে আনন্দিত। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে কয়েকবার করে এভারেস্ট জয় করেছেন। আর এ নেপাল পর্বতারোহীদের ওপর প্রচণ্ডরকম পর্যন্ত এভারেস্টের চূড়ায় আরোহণ করতে গিয়ে নির্ভরশীল। ২০১৯ সালে অনেক বেশি মানুষকে মারা গেছেন ৩১১ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close