প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ জানুয়ারি, ২০২২

নাভালনি সন্ত্রাসবাদী!

ক্রেমলিনের কারাগারে বন্দি আলেক্সি নাভালনিকে ‘সন্ত্রাসবাদী ও চরমপন্থি’ হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া। খবর এএফপির। ফেডারেল সার্ভিস ফর ফিন্যান্সিয়াল মনিটরিং (রসফিন মনিটরিং) নিষিদ্ধ ব্যক্তিদের একটি তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে। সেই তালিকায় পুতিনের কঠোর সমালোচক আলেক্সি নাভালনি ও তার অন্যতম প্রধান সহযোগী লিউবভ সবলসহ অন্য সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে। নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন জানায়, মঙ্গলবার এ তালিকায় নাভালনির আরো অনেক সহযোগীর নাম যুক্ত করা হয়েছে।

গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট পুতিনের শীর্ষ সমালোচক নাভালনিকে কারাগারে পাঠানো হয়। তার রাজনৈতিক সংগঠনকে বেআইনি ঘোষণাসহ রাশিয়ায় ভিন্নমতের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এর পর থেকে তার শীর্ষ সহযোগীরা প্রায় সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close