প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ জানুয়ারি, ২০২২

মাঝ আকাশে শিশুর জন্ম

উগান্ডাগামী বিমানের একটি ফ্লাইটে এক শিশুর জন্ম হয়েছে। কানাডার এক চিকিৎসক এই ঘটনায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করে ওই শিশুটিকে ‘মিরাকেল বেবি’ বলে উল্লেখ করেছেন। মেয়েটির নাম রাখা হয়েছে মিরাকল আয়েশা। খবর বিবিসির।

ইউনিভার্সিটি অব টরোন্টোর অধ্যাপক ডা. আয়েশা খতিব জানান, দোহা থেকে উগান্ডার এনতেবে শহরগামী কাতার এয়ারওয়েজের বিমানের ফ্লাইটে ওঠার প্রায় এক ঘণ্টা পর তার কাছে সহযোগিতা চাওয়া হয়।

উগান্ডার এক অভিবাসী নারী কর্মী সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। তিনি চেয়েছিলেন তার নিজ দেশেই যেন তার প্রথম সন্তানের জন্ম হয়। কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইটে তিনি উগান্ডায় ফিরছিলেন। কিন্তু মাঝ আকাশেই তার প্রসব বেদনা শুরু হয়।

৩৫ সপ্তাহে জন্ম নেওয়া ওই শিশুটি বেশ সুস্থ। চিকিৎসকরা তার নাম দিয়েছেন মিরাকেল আয়েশা। বিমানের ফ্লাইটে থাকাকালীন ইন্টারকম থেকে সাহায্য চাওয়া হয়। ওই ফ্লাইটে কোনো চিকিৎসক আছেন কি না তা জানতে চাওয়া হয়।

অধ্যাপক ডা. আইশা খতিব বলেন, আমি দেখতে পেলাম যে, অনেক লোকজন ওই অসুস্থ নারীর আশপাশে ভিড় করছিলেন। সে সময় তিনি ভেবেছিলেন এটা খুব জটিল সময়, কেউ হয়তো হার্ট অ্যাটাক করেছেন।

তিনি বলেন, যখন আমি ওই নারীর কাছে গেলাম দেখলাম তিনি অন্তঃসত্ত্বা এবং তার প্রসব বেদনা শুরু হয়েছে। অন্য দুই যাত্রীর সহযোগিতায় তিনি ওই নারীর চিকিৎসা শুরু করেন। বাকি দুজনের মধ্যে একজন অনকোলজির নার্স এবং একজন ডক্টর উইদাউট বর্ডারসের (এমএসএফ) শিশু বিশেষজ্ঞ। জন্মের পরই শিশুটি তীব্র চিৎকার দিয়ে ওঠে। ডা. আইশা খতিব বলেন, আমি শিশুটিকে পর্যবেক্ষণ করেছি। সে পুরোপুরি সুস্থ আছে। তার মায়ের শারীরিক অবস্থাও বেশ ভালো আছে।

আমি সবাইকে বললাম যে, একটি মেয়ে শিশুর জন্ম হয়েছে। এই খবরে পুরো বিমানেই আনন্দের বন্যা বয়ে গেছে। সবাই তালি বাজিয়ে নতুন শিশুকে স্বাগত জানিয়েছে।

তিনি বলেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে শিশুটির মা তার সন্তানের নাম তার নামেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আয়েশা খতিবের নামের সঙ্গে মিল রেখে শিশুটির নামও আয়েশা রাখা হয়েছে। ডা. আয়েশা খতিব খুশি হয়ে মিরাকেল আয়েশাকে একটি স্বর্ণের চেইন উপহার দিয়েছেন। ওই চেইনের সঙ্গে থাকা লকেটে আরবিতে আয়েশা লেখা রয়েছে। গত ৫ ডিসেম্বর এ ঘটনা ঘটেছে। তবে ডা. আয়েশা খতিব টরোন্টোয় কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসায় বেশ ব্যস্ত থাকায় চলতি সপ্তাহেই তিনি সে দিনের বেশকিছু ছবি প্রকাশ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close