প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ জানুয়ারি, ২০২২

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৮

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাজধানী মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সরকারি নিরাপত্তা বাহিনীর গাড়িবহরকে লক্ষ্য করে ওই হামলা করা হয়। খবর রয়টার্সের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য নির্ধারিত রাস্তার পাশে একটি নিরাপত্তা চৌকির কাছে এই বিস্ফোরণটি ঘটে। মোহাম্মদ ওসমান নামে মোগাদিসুর এক বাসিন্দা জানান, বিস্ফোরণের আঘাতে পার্শ্ববর্তী একটি মসজিদের দেয়াল ও ছাদ ক্ষতিগ্রস্ত হয়।

তিনি জানান, ‘মসজিদ থেকে বাইরে বেরিয়ে আমি বেশ কয়েকটি বাড়ি-ঘর বিধ্বস্ত অবস্থায় দেখি। এছাড়াও বিস্ফোরণে নিহতদের মৃতদেহের ছিন্নভিন্ন অংশ রাস্তায় পড়ে থাকতে দেখি।’

এদিকে প্রাণঘাতী এই হামলার পেছনে কারা জড়িত সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close