প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ জানুয়ারি, ২০২২

তীব্র দাবদাহে পুড়ছে আর্জেন্টিনা

তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস টপকে যাওয়ায় ঐতিহাসিক এক দাবদাহের মুখোমুখি হতে হচ্ছে দক্ষিণ গোলার্ধের আর্জেন্টিনাকে। ভয়াবহ তাপপ্রবাহ মঙ্গলবার দেশটিকে বেশ কিছু সময়ের জন্য বিশ্বের সবচেয়ে উত্তপ্ত স্থানে পরিণত করেছিল, এতে বৈদ্যুতিক গ্রিডগুলোর ওপর প্রবল চাপ পড়েছে এবং বাসিন্দাদের ছায়ায় আশ্রয় নিতে বাধ্য করেছে। খবর রয়টার্সের।

দক্ষিণ আমেরিকার এ দেশটির অনেক অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যাওয়ার পর বৈদ্যুতিক গ্রিডের বিপর্যয় জনবহুল রাজধানী বুয়েনস আয়ারস ও এর আশপাশের লাখ লাখ মানুষকে বিদ্যুৎহীন করে রাখে।

বাচ্চাদের তুলনামূলক ঠাণ্ডা কোথাও নিয়ে যেতে বের হওয়া হোসে কাসাবাল (৪২) বলেন, ‘বাড়িতে এসে দেখি বিদ্যুৎ নেই, ঘরটি গনগনে চুল্লি হয়ে উঠেছিল, তাই আমি বাচ্চাদের নিয়ে ওদের দাদির বাড়ি যাচ্ছি, যেখানে পুলে সাঁতার কাটতে পারবে।’

লা নিনা জাতীয় আবহাওয়ার প্যাটার্নের কারণে ইতোমধ্যে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর্জেন্টিনায়। মঙ্গলবারের তাপমাত্রা অস্ট্রেলিয়ার বেশকিছু স্থানকে টপকে দেশটিকে বেশ কয়েক ঘণ্টার জন্য বিশ্বের সবচেয়ে তপ্ত স্থানে পরিণত করেছিল; রাতে অবশ্য ওই তাপমাত্রা অনেকটাই কমে আসে। গাছের ছায়ায় বসে থাকা টিগ্রের বাসিন্দা গুস্তাভো বরিস (৩৪) বলেন, ‘এমনকি খুব সকালের দিকেও খুব গরম ছিল, তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াসের মতো। বাড়িতে আমার এয়ারকন্ডিশনার নেই, শুধু ফ্যান ছিল; যা গরম বাতাসকে এদিক-ওদিক করেছে কেবল। এটা সহ্য করার মতো নয়।’

স্থানীয় নেতারা বাসিন্দাদের দিনের সবচেয়ে গরম অংশে সূর্য থেকে দূরে থাকতে, পাতলা কাপড়চোপড় পরতে ও প্রচুর পানি খেতে পরামর্শ দিয়েছেন।

বুয়েনস আয়ারস শহরের মেয়র হোরাসিও রড্রিগেজ লারেতা বলেন, ‘এসব দিনে আমাদের খুব সাবধান থাকতে হবে।’

আবহাওয়াবিদ লুকাস বেরেঙ্গুয়া জানান, এবারের দাবদাহের তীব্রতা ‘ধারণারও বাইরে’ এবং এটি আর্জেন্টিনায় নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনা এর প্রধান নদীর বদ্বীপগুলোর চারপাশে অস্বাভাবাবিক মাত্রার দাবানল দেখেছে; গুরুত্বপূর্ণ নদী পারানার পানির স্তরও প্রায় ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close