প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ জানুয়ারি, ২০২২

ভারতে এক দিনের ব্যবধানে সংক্রমণ কমেছে

ভারতে এক দিনে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার। গতকাল মঙ্গলবার আক্রান্তদের মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর পরিমাণ ৪ হাজার ৪৬১। এ ছাড়া একই সময়ে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৭৭ জনের। ভারতে দৈনিক আক্রান্তের হার গতকাল মঙ্গলবার ১০ দশমিক ৬৪ শতাংশে নেমে এসেছে। সোমবার এই হার ছিল ১৩ দশমিক ২৯ শতাংশ। সাপ্তাহিক আক্রান্তের হার ৮ দশমিক ৮৫ শতাংশ। সোমবার দেশটিতে মোট ১ লাখ ৭৯ হাজার নতুন রোগী শনাক্ত হয়। খবর এনডিটিভির। ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ২১ হাজার ৪৪৬ জন। যা মোট আক্রান্তের ২ দশমিক ২৯ শতাংশ। ভারতে মোট করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৭৯০ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ২১৩ জনে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close