প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ জানুয়ারি, ২০২২

চতুর্থ মেয়াদে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা

টানা চতুর্থ মেয়াদের জন্য শপথ নিয়েছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। সোমবার এই শপথের কয়েক ঘণ্টা আগে দেশটির সরকারসংশ্লিষ্ট কয়েক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত বছরের যে নির্বাচনে ওর্তেগা বিজয়ী হন, সেই নির্বাচনকে ‘লজ্জা’ আখ্যা দিয়েছে ওয়াশিংটন। খবর রয়টার্সের।

গত বছরের ৭ নভেম্বরের নির্বাচনে বিজয়ী হন ড্যানিয়েল ওর্তেগা। এই নির্বাচনের আগে তার বেশির ভাগ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে কারাগারে রাখা হয়। এর জেরে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই নির্বাচনকে ‘পুতুল নির্বাচন’ আখ্যা দেন। সাবেক মার্কসবাদী গেরিলা এবং যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধের আমলের প্রতিদ্বন্দ্বী ওর্তেগা ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে উঠছেন বলে অভিযোগ করেন বাইডেন। সোমবার সন্ধ্যায় ড্যানিয়েল ওর্তেগার শপথ অনুষ্ঠান বর্জন করে বেশির ভাগ পশ্চিমা এবং আঞ্চলিক দেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close