প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ জানুয়ারি, ২০২২

তালেবানকে এখনই স্বীকৃতি দিচ্ছে না ইরান

এখনই তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে না ইরান। প্রতিবেশী আফগানিস্তান শাসন করছে তালেবান। তেহরানে তালেবান নেতাদের সঙ্গে এক বৈঠকের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে কিছুটা সময় লাগবে। খবর আলজাজিরার।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খতিবজাদেহ জানিয়েছেন, রোববার তালেবানের প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকটি বেশ ইতিবাচক ছিল। তবে ইরান এখনই তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর্যায়ে নেই বলে জানান তিনি। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আফগানিস্তানের বর্তমান অবস্থা ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাছে একটি বড় উদ্বেগের বিষয়। এই উদ্বেগের কারণেই আফগান প্রতিনিধিদল ইরানে সফর করেছে এবং তাদের মধ্যে বৈঠক হয়েছে।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে তালেবান প্রতিনিধিদল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close