প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ নভেম্বর, ২০২১

বুলগেরিয়ায় চলন্ত বাসে অগ্নিকাণ্ডে নিহত ৪৫

ইউরোপের দেশ বুলগেরিয়ায় চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। এরমধ্যে ১২টি শিশুও রয়েছে। দগ্ধ আরো সাত যাত্রীকে রাজধানী সোফিয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বুলগেরিয়ার অগ্নিনিরাপত্তা দপ্তরের প্রধান নিকোলাই নিকোলভ। অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার শিকার বাসটির নাম্বার প্লেট নর্থ মেসিডোনিয়ার বলে জানা গেছে। সোফিয়াতে অবস্থিত দেশটির একজন কূটনীতিক জানিয়েছেন, ওই অগ্নিকাণ্ডে নিহতদের বেশির ভাগই তার দেশের নাগরিক।

বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৪৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরো সাতজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close