প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ অক্টোবর, ২০২১

তেহরানে আফগান প্রতিবেশী দেশগুলোর বৈঠক

আফগানিস্তান ইস্যুতে প্রতিবেশী দেশগুলো ইরানে এক বৈঠকে মিলিত হয়েছে। তালেবান শাসিত দেশটির পরিস্থিতি নিয়ে তেহরানে এক দিনের সম্মেলনে অংশ নেন তারা। ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল বুধবার তেহরানে মিলিত হন। এই সম্মেলনে চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হন। খবর আলজাজিরার।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ‘অন্য জরুরি কাজ থাকায়’ সম্মেলনের উদ্বোধন করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবির। তিনি বলেন, আফগানিস্তানে আমেরিকান নীতির পরাজয়ের অর্থ এই নয় যে, এই অঞ্চলে তাদের ধ্বংসাত্মক নীতি বাদ দেবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close