প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ অক্টোবর, ২০২১

কূটনৈতিক সংকট

পশ্চিমা মিত্রদের সুর বদলে পিছু হটল তুরস্কও

তুরস্কে বিচারাধীন এক ব্যবসায়ীর মুক্তি দাবি করায় ক্ষুব্ধ আঙ্কারা যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের যে হুমকি দিয়েছিল তা এড়াতে সেসব দেশের দূতাবাস নতুন এক বিবৃতিতে বলেছে, তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কূটনৈতিক কনভেনশন মেনে চলে। তাদের এই ‘সুর বদলের’ পর সোমবার থেকে তুরস্ক ও তাদের পশ্চিমা মিত্রদের মধ্যকার কূটনৈতিক উত্তেজনাও অনেকটাই থিতিয়ে এসেছে। খবর রয়টার্সের।

তুরস্কে নিয়োজিত ১০ দেশের রাষ্ট্রদূত তুর্কি ব্যবসায়ী ও দাতা ওসমান কাভালার মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছিলেন গত সপ্তাহে; এর প্রতিক্রিয়ায় আঙ্কারা প্রথমে ওই রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়ে বিবৃতিটিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close