প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৬ অক্টোবর, ২০২১

বিশ্বে করোনায় এক দিনে মৃত্যু ৪৭১১

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরো ৪ হাজার ৭১১ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে শুধু রাশিয়াতেই মৃত্যু হয়েছে ১ হাজার ৭২ জনের। একই সময়ে বিশ্বে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৯৮ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৮৮১ জন। গতকাল সোমবার সকাল পৌনে ৯টায় আগের ২৪ ঘণ্টার এ তথ্য দিয়েছে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৫ হাজার ৯১৫ জনের মৃত্যু হয়। ওই সময়ে আক্রান্ত হন ৩ লাখ ৭৪ হাজার ২৭৪ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ১৩৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪৯ লাখ ৬৩ হাজার ৬৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ১৪ লাখ ৪৫ হাজার ৩১ জন। করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ৪ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৭৮২ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৭ লাখ ৫৬ হাজার ৩৬২ জন। এ ছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৬১৪ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। এরমধ্যে মারা গেছেন ৪ লাখ ৫৪ হাজার ৭৪৩ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৬৪৯ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close