প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ অক্টোবর, ২০২১

কেরালায় বন্যা ও ভূমিধসে নিহত ৩৫

ভারতের কেরালায় ভারী বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫-এ দাঁড়িয়েছে। গতকাল সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বন্যা বিভিন্ন শহর ও গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে। কোত্তিয়াম জেলায় স্রোতে ভেসে গেছে বহু বাড়িঘর। সেখানকার একটি বাড়ি স্রোতে ভেসে গেলে ৭৫ বছরের দাদি এবং তিন শিশুসহ একই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়েছে।

সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার জন্য পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন রাজ্যের ক্ষমতাসীন সিপিএম সরকারকে দায়ী করেছে বিরোধী দল কংগ্রেস। দলটির দাবি, সরকার যথাসময়ে ব্যবস্থা নেয়নি। তবে এমন অভিযোগ খারিজ করে দিয়েছে রাজ্য সরকার।

কোত্তিয়াম জেলার একটি ফুটেজে দেখা গেছে, বাসের মধ্যে পানি ঢুকে পড়ার পর যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close