প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ অক্টোবর, ২০২১

অতিবৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত কেরালা নিহত ১৮

ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। রাজ্যের একাধিক বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি জেলা। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম বিপাকে বহু মানুষ। এ অবস্থায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত কেরালা। সবেচেয়ে ক্ষতিগ্রস্ত নিচু এলাকাগুলো। বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে অনেকের। সামনে বৃষ্টি আরো বাড়ার আভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

অতিবৃষ্টির কারণে রাজ্যের নদীর পানি বইছে বিপৎসীমার ওপর। এরই মধ্যে কেরালার কেরলেপ এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিচুর, কোট্টায়াম, পত্থনমথিট্টা ও পলক্করসহ ১১টি জেলাকে হলুদ সতর্ক সংকেত দেখানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close