প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ অক্টোবর, ২০২১

পৃথিবীর কক্ষপথ ঘুরেছে চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

মহাকাশে আঘাত হানতে পারে এমন পারমাণবিক বোমা বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন। চলতি বছরের আগস্টে গোপনে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটি পৃথিবীর কক্ষপথ ভ্রমণ করে। খবর রয়টার্সের।

হাইপারসনিকটি একটি লং মার্চ রকেটে বহন করা হয়েছিল। মূলত কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার আগে ঘোষণা দিয়ে জানালেও এবার বিষয়টি গোপন রাখে বেইজিং। তবে ক্ষেপণাস্ত্রটি ৩২ কিলোমিটার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

এদিকে হাইপারসনিক অস্ত্রে বেইজিংয়ের অগ্রগতিতে ‘মার্কিন গোয়েন্দাদের অবাক করে দিয়েছিল’ বলেও ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এসেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close