প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ অক্টোবর, ২০২১

টায়ার গলায় দুই বছর

মানুষের কারণে এবার ভোগান্তির শিকার হয়েছে একটি এল্ক (হরিণের মতো বাঁকানো শিংওয়ালা এক প্রজাতির স্তন্যপায়ী চতুষ্পদী প্রাণী)। গলায় রাবারের তৈরি ভারী টায়ার আটকে গিয়েছিল এল্কটির। টানা দুই বছরের বেশি সময় প্রাণীটি গলায় টায়ার ঝুলিয়ে ঘুরেছে। সম্প্রতি প্রাণীটির গলা থেকে ওই টায়ার অপসারণ করা সম্ভব হয়েছে।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের প্রাকৃতিক জঙ্গলের। ২০১৯ সালের জুলাই মাসে ওই জঙ্গলে পশুশুমারির কাজে গিয়ে বন বিভাগের কর্মীরা রকি পর্বতের পাদদেশে গলায় টায়ার আটকে থাকা এল্কটি দেখতে পান। কিন্তু সেটিকে তখন ধরা কিংবা টায়ার অপসারণ করা যায়নি। অবশেষে গত শনিবার সন্ধ্যায় কলোরাডোর পাইন জংশনের বাসিন্দারা প্রাণীটিকে দেখতে পেয়ে বন বিভাগকে জানালে কর্মীরা দ্রুত সেখানে গিয়ে দেখেন, প্রাণীটি দুই বছর আগে দেখা সেই এল্ক। এএফপি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close