প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ অক্টোবর, ২০২১

ইট ভেঙে, রড বাঁকিয়ে দক্ষতা প্রদর্শন

খালি হাতে ইট, পাথর ভেঙে এবং রড বাঁকিয়ে দক্ষতা প্রদর্শন করল উত্তর কোরিয়ার সেনারা। যুদ্ধে দক্ষতা প্রমাণের অংশ হিসেবে এ কাজ করেছেন তারা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, তারা খালি হাতেই ইট ভাঙছেন, বাঁকা করছেন লোহার রড। খবর বিবিসির। রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে দেশটির সেনারা নিজ নিজ দক্ষতা প্রদর্শন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনসহ অন্য নেতারা। সেনাদের দক্ষতা প্রদর্শনের সময় কিমকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। সেনাদের ইট এবং টাইলস ভাঙার পাশাপাশি ভাঙা কাচের টুকরা এবং লোহার ওপর শুয়ে থাকতে দেখা যায়। প্রদর্শনীতে দুজনকে গলা দিয়ে লোহার রডও বাঁকাতে দেখা যায়। এক সেনা তার দুহাত দিয়েই লোহার শিকল ছিঁড়ে দেখিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close