প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ অক্টোবর, ২০২১

যুক্তরাষ্ট্রে ডাকঘরে গুলিতে প্রাণ গেল ৩ জনের

যুক্তরাষ্ট্রের টেনেসির এক ডাকঘরে গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার মেমফিসে ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্সে ডাক বিভাগের এক কর্মীর গুলিতে ২ সহকর্মী নিহত হন। ঘটনাস্থলে হামলাকারীরও লাশ পাওয়া গেছে। তিনি নিজেই নিজের ওপর গুলি চালিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। নিহত তিনজনই ডাক বিভাগের কর্মী বলে নিশ্চিত করেছেন পোস্টাল ইন্সপেক্টর সুসান লিঙ্ক।

‘এফবিআই ঘটনাস্থলে কাজ করছে, নিহত তিন কর্মীর মধ্যে যে হামলাকারীও আছে তা নিশ্চিত করছে,’ সংবাদ সম্মেলনে এফবিআইয়ের মেমফিস ফিল্ড অফিসের মুখপাত্র লিসা-অ্যান কাল্প এমনটাই বলেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

এ ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন কাল্প। লিঙ্ক এবং কাল্প দুজনই গুলির ঘটনা নিয়ে বিস্তারিত বলতে রাজি হননি।

পোস্টাল ইন্সপেকশন সার্ভিসের এক কর্মকর্তা এবং পোস্টাল ইউনিয়নের আরেক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, হামলাকারী মেমফিসের ওই ডাকঘরের সহকারী ডাকপিয়ন ছিলেন। তিনি গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র বের করে ডাকঘরে ফিরে এসে তার ব্যবস্থাপক ও প্ল্যান্ট সুপারভাইজারের ওপর গুলি চালান। এরপর আত্মহত্যা করেন।

মেমফিসে যা ঘটেছে, তার জন্য ডাক বিভাগ গভীর শোকাহত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close