প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ অক্টোবর, ২০২১

এবার কাশ্মীরে ৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এবার সরকারি বাহিনীর গুলিতে সন্দেহভাজন পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। পৃথক দুই সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতের পাঁচ সেনা সদস্য নিহত হওয়ার এক দিন পরই এ ঘটনা ঘটল। খবর আলজাজিরার।

পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হওয়ার পর কাশ্মীরের দক্ষিণ শোপিয়ান জেলার ইমামসাহাব এলাকায় প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে পুলিশ জায়গাটি ঘিরে রাখে এবং বিচ্ছিন্নতাবাদীদের আত্মসমর্পণের অনুরোধ জানায়। কিন্তু বিচ্ছিন্নতাবাদীরা আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে দুপক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এতে মঙ্গলবার সকালের দিকে তিনজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।

একই দিনে আরো একটি সংঘর্ষে শোপিয়ানের ফেরিপোরা গ্রামের একটি আপেল বাগানের মধ্যে দুপক্ষের সংঘর্ষে অন্তত দুই সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। এর আগে বিতর্কিত ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ভারতের পাঁচ সেনা সদস্য নিহত হন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ওই হামলার ঘটনা ছিল সবচেয়ে ভয়াবহ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close