প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ অক্টোবর, ২০২১

পাকিস্তানে হামলায় টিভি সাংবাদিক নিহত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে হামলার ঘটনায় শহিদ জেহরি নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলছেন, ওই সাংবাদিককে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে জাতিগত বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ওই হামলার দায় স্বীকার করেছে। খবর ডনের।

পাকিস্তানের বৃহত্তম শহর করাচির পশ্চিমাঞ্চল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের হাব শহরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় হামলার লক্ষ্যবস্তু হন শহিদ জেহরি। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে ওই হামলার ঘটনা ঘটেছে।

ইউনুস রাজা নামের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, হাব শহরের প্রধান একটি সড়কে স্থানীয় সময় রাত প্রায় ৮টার দিকে শহিদ জেহরির ওপর হামলা চালানো হয়। ইউনুস রাজা বলেন, তাকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় জ্যাম গুলাম খান হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে করাচিতে পাঠানো হয়। করাচির প্রধান সরকারি হাসপাতালে পৌঁছানোর কিছু সময় পরই শহিদ জেহরিকে মৃত ঘোষণা করা হয়।

ওই কর্মকর্তা আরো বলেন, সম্ভবত জেহরির গাড়ির ড্রাইভিং সিটের নিচে একটি ম্যাগনেটিক ডিভাইস লাগানো হয়েছিল। সেটা থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় টিভি চ্যানেল মেট্রো-১-এর সাংবাদিক ছিলেন জেহরি। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে প্রতিবেদক হিসেবে কাজ করছিলেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close