প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ অক্টোবর, ২০২১

দুর্নীতির অভিযোগে অস্ট্রিয়ার চ্যান্সেলরের পদত্যাগ

সরকারি অর্থে নির্বাচনি প্রচারণা চালানো তথা দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ। তার বিরুদ্ধে তদন্ত শুরুর পর জোট সরকারকে বাঁচাতে স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি। খবর বিবিসির।

পদত্যাগের পর নতুন চ্যান্সেলর হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার স্ক্যালেনবার্গের নাম প্রস্তাব করেছেন তিনি।

বিদায়ি চ্যান্সেলরের বিরুদ্ধে অভিযোগ, অস্ট্রিয়ার একটি ট্যাবলয়েড পত্রিকায় নিজের সম্পর্কে ইতিবাচক সংবাদ প্রকাশ করতে সরকারি অর্থ ব্যবহার করেছেন তিনি। সেবাস্টিয়ান কুর্জ অবশ্য নিজের বিরুদ্ধে আনা এমন অভিযোগ অস্বীকার করেছেন।

চ্যান্সেলরের বিরুদ্ধে সরকারি অর্থে প্রচারণা চালানোর অভিযোগ ওঠার পর নিরাপত্তা বাহিনী তার দলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। সেবাস্টিয়ান কুর্জসহ ১০ জনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে বেঁকে বসে সরকারি দলের জোটসঙ্গী গ্রিন পার্টি। দুর্নীতির ঘটনায় সেবাস্টিয়ান কুর্জ চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন বলে অভিযোগ করে দলটি। মূলত এরপরই জোট বাঁচাতে পদত্যাগের সিদ্ধান্ত নেন কুর্জ। গ্রিন পার্টির নেতা ও অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর ওয়ারনার কোগলার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close