প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ অক্টোবর, ২০২১

নাইজেরিয়ার বাজারে বন্দুকধারীর গুলিতে নিহত ২০

নাইজেরিয়ার সোকোটো রাজ্যের বাজারে বন্দুকধারীদের অতর্কিত হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শনিবার হামলাকারীরা বাজারে অভিযান চালানোর পাশাপাশি কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেয়। খবর রয়টার্সের।

সোকোটোর পুলিশবিষয়কমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, সশস্ত্র ডাকাতরা মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি চালালে বেশ কয়েকজন নিহত হন। ডাকাতদের বড় একটি দল এসে তা-ব চালায়। তারা ৯টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সন্ত্রাসী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোকোটা পুলিশের এক মুখপাত্র। তবে হামলায় কতজন প্রাণ হারিয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

এমন ঘটনায় রাজ্যজুড়ে নিরাপত্তার অভাবকেই দায়ী করেছেন অনেকে। নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরে একাধিক সন্ত্রাসী গোষ্ঠী আধিপত্য বিস্তার করে আসছে। প্রকাশ্যে অপহরণ, লুটপাট, খুনসহ নানা ধরনের অপকর্ম চালিয়ে আসছে তারা। বিশেষ করে দেশটির সশস্ত্র জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সদস্যরা এই ধরনের কাজ করে থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close