প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ সেপ্টেম্বর, ২০২১

সংবাদ সংক্ষেপ

সবচেয়ে লম্বা কানের কুকুর

কুকুরটির নাম লউ। বয়স ৩ বছর। দেখতে আর দশটা কুকুরের মতো একদম স্বাভাবিক। তবে লউকে যেনতেন কুকুর ভাবলে ভুল করা হবে। কারণ লম্বা কানের জন্য প্রাণীটির নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। লউ বিশ্বের সবচেয়ে লম্বা কানের জীবিত কুকুরের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই জানিয়েছে, লউয়ের গায়ের রং কালো ও ধূসরের মিশেলে। বসবাস যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে। পেইজ ওলসেন নামের স্থানীয় এক নারী কুকুরটির মালিক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মেপে দেখেছে, লউয়ের কান ১৩ দশমিক ৩৮ ইঞ্চি লম্বা। এর মতো এত বড় আকারের কান বিশ্বের আর কোনো কুকুরের নেই। সূত্র : ইউপিআই

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close