প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ সেপ্টেম্বর, ২০২১

‘আফগানিস্তানের দরজায় দুর্ভিক্ষ’

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দুর্ভিক্ষ ‘আসন্ন’ উল্লেখ করে সতর্ক করেছে জাতিসংঘ। করোনাভাইরাস এবং শীতকাল পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপি)।

সংস্থাটির পরিচালক নাটালিয়া কানেম বলেন, তালেবান ক্ষমতায় আসায় পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে সামনের শীতে দুর্ভিক্ষ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। নিউইয়র্ক থেকে ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আশঙ্কা করেন, আফগান জনগণের তিন ভাগের এক ভাগ লোক দুর্ভিক্ষের মুখে পড়বে। যার সংখ্যায় প্রায় ৩৩ লাখ মানুষ। আফগানিস্তানের বর্তমান স্বাস্থ্যসেবা নিয়েও বেশ উদ্বেগ প্রকাশ কানেম। বলেন, সামনের দিনগুলোতে দেশটিতে কীভাবে খাদ্যের জোগান আসবে তার নিশ্চিয়তা নেই। এরই মধ্যে নারী ও কিশোরীরা নানা সমস্যা ভুগছেন। আফগানিস্তানে প্রসবের সময় এবং গর্ভাবস্থায় মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। এ অবস্থায় আফগান জনগণের জরুরিভিত্তিতে সাহায্যের প্রয়োজন মনে করেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের এই পরিচালক।

গত ১৫ আগস্ট আশরাফ গানি সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে তালেবানগোষ্ঠী। এরপর থেকেই আফগানিস্তানে সংকট বাড়ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close