প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ সেপ্টেম্বর, ২০২১

মোদি-কমলার প্রথম বৈঠক

যুক্তরাষ্ট্রে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। হোয়াইট হাউসে এক ঘণ্টার বৈঠকে দিল্লি-ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক, আফগানিস্তান ও পাকিস্তানের প্রসঙ্গসহ নানা বিষয়ে কমলার সঙ্গে আলোচনা হয় মোদির।আলোচনা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমে সমর্থন দিয়ে আসায় প্রধানমন্ত্রী মোদি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলার কাছে উদ্বেগ প্রকাশ করেন। কমলা হ্যারিস প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সহমত পোষণ করেন যে ভারত বিগত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার হয়ে এসেছে। এই ধরণের সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি পাকিস্তানের সমর্থনকে লাগাম টানার কথাও বলেন তিনি। বিষয়টির উপর নজরদারি চালানোর প্রয়োজনীয়তা সম্পর্কে প্রধানমন্ত্রীর সাথে একমত হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। কমলা পাকিস্তানকে পদক্ষেপ নিতে বলেছেন যাতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো মার্কিন নিরাপত্তা এবং ভারতের নিরাপত্তার ওপর প্রভাব না ফেলে।

বৈঠক প্রসঙ্গে শ্রিংলা আরও জানান, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলার বৈঠকে উষ্ণতা ও সৌহার্দের প্রতিফলন ঘটে। আলোচনায় সন্ত্রাসবাদের সমস্যা ছাড়াও উঠে আসে কোভিড, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি খাতে সহযোগিতাসহ সাইবার নিরাপত্তার বিষয়।এদিকে গত জুনে ভারতে করোনার চূড়ান্ত অবস্থায় যুক্তরাষ্ট্রের সহায়তার কথা মনে করিয়ে কমলা হ্যারিসকে ধন্যবাদ জানান মোদি। বলেন, বিপদের সময় ভারতের পাশে দাঁড়িয়ে সত্যিকারের বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। ভারত সব সময় তা মনে রাখবে বলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন নরেন্দ্র মোদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close