প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ সেপ্টেম্বর, ২০২১

বাইডেন-ম্যাক্রোঁর বৈঠক আগামী মাসে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আগামী মাসে সাক্ষাৎ করতে যাচ্ছেন।

ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তি নিয়ে সম্পর্কের টানাপড়েনের মধ্যেই স্থানীয় সময় বুধবার দুই দেশের প্রধানের মধ্যে এক ফোনালাপে এমন সিদ্ধান্ত হয় বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দিকে দুই দেশের প্রেসিডেন্ট অক্টোবরের শেষের দেখা করতে রাজি হয়েছেন। ফোনালাপে বাইডেন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ফ্রান্স ও ইউরোপীয় দেশগুলোর তৎপরতার কৌশলগত গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এতে বলা হয়, বাইডেন ও ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যকার অভিন্ন লক্ষ্যগুলো বাস্তবায়নে শক্ত পদক্ষেপ নেওয়া এবং দুই দেশের আস্থা নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close